মিয়ানমারের উত্তরে ফের সংঘর্ষ
মিয়ানমারের উত্তরে কাচিন বিদ্রোহীদের সঙ্গে নতুন করে লড়াই শুরু হয়েছে দেশটির সেনাবাহিনীর। সশস্ত্র অভিযানের মুখে কাচিন সম্প্রদায়ের হাজার হাজার মানুষ বাড়ি ঘর ছেড়ে পার্শ্ববর্তী চীনে পালিয়ে যাচ্ছে।
জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলছে, এপ্রিলের শুরু থেকে চীনের সীমান্তবর্তী কাচিন রাজ্য থেকে কমপক্ষে চার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ বছরের শুরু থেকে এর আগে পালিয়েছে আরো ১৫ হাজার মানুষ।
কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি ও সরকারের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর কাচিন ও শান রাজ্যের আশ্রয়শিবিরে আশ্রয় নিয়েছে ৯০ হাজার মানুষ। তবে এ লড়াইয়ে বেসামরিক মানুষ নিহত হওয়ার বিষয়টি যাচাই করতে পারেনি জাতিসংঘ।
কাচিনরা মূলত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। ১৯৬১ সালে যখন গোটা মিয়ানমার বৌদ্ধশাসিত অঞ্চলে পরিণত হয় সেই থেকে নিজেদের ভূখণ্ডে স্বায়ত্বশাসন চেয়ে আসছে তারা। আর সে কারণে শুরু থেকেই মিয়ানমার সরকারের সঙ্গে তাদের বিরোধ সংঘাত লেগেই আছে।