ব্যাংককে বোমা হামলার ‘সন্দেহভাজন’ গ্রেপ্তার
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাতচাপ্রসং মন্দিরে বোমা হামলার ঘটনায় ‘সন্দেহভাজনকে’ গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আজ শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ব্যাংককের উত্তরাঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট থেকে তাকে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি তুরস্কের পাসপোর্টধারী এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
গত ১৭ আগস্ট ব্যাংককের কেন্দ্রস্থলে অবস্থিত ওই ভয়াবহ বিস্ফোরণে ২২ জন নিহত হন। এদের মধ্যে নয় বিদেশি পর্যটকও ছিলেন। এ ছাড়া বোমা হামলায় চীন ও তাইওয়ানের নাগরিকসহ মোট ১২৬ জন আহত হন।
থাইল্যান্ডের জাতীয় পুলিশের মুখপাত্র প্রাউত থাভোনসিরির বরাত দিয়ে ব্যাংকক পোস্ট জানিয়েছে, হামলার পর মন্দির চত্বরে থাকা সিসিটিভি ক্যামেরা ফুটেজে পাওয়া ছবির সঙ্গে আটকের চেহারায় যথেষ্ট মিল রয়েছে। ফুটেজে দেখা গেছে বোমা বিস্ফোরণের কিছুক্ষণ আগে ওই ব্যক্তি তার পিঠের ব্যাগ বিস্ফোরণস্থলের কাছে ফেলে যায় বলে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।