মালয়েশিয়ায় রায় মেনে নিলেন নাজিব

Looks like you've blocked notifications!

মালয়েশিয়ার বিদায়ী প্রধানমন্ত্রী নাজিব রাজাক বৃহস্পতিবার বলেছেন, তিনি নির্বাচনে জনগণের দেওয়া রায় মেনে নিয়েছেন।

৯২ বছর বয়সী শক্তিশালী নেতা মাহাথিরের কাছে তাঁর ক্ষমতাসীন জোট নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি এ ফল মেনে নিলেন। দলটি দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল।

নাজিব বলেন, ‘আমি জনগণের রায় মেনে নিয়েছি।’ তিনি আরো বলেন, কোনো একক দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না পেলে কে দেশের প্রধানমন্ত্রী হবেন, তা রাজার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

সরকারি ফলে দেখা গেছে, মাহাথিরের নেতৃত্বাধীন জোট পাকাতান হারাপান ২২২টির মধ্যে ১১৩টি আসন নিশ্চিত করেছে। আর ৭৯টি আসন পেয়েছে নাজিব রাজাকের জোট বিএন।

মাহাথির মোহাম্মদ ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর বিএন জোট থেকে প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর নেতৃত্বে মালয়েশিয়া অন্যতম ‘এশিয়ার টাইগারে’ পরিণত হয়।