ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৩৬

Looks like you've blocked notifications!
সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় বিধ্বস্ত বোতল প্রক্রিয়াজাত কারখানা। ছবি : রয়টার্স

ইয়েমেনের উত্তরাঞ্চলে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা ও সরকারি কর্মকর্তার সূত্রে রয়টার্স জানায়, নিহতদের সবাই বেসামরিক লোক। রয়টার্স জানিয়েছে, রোববার সকালে দেশটির উত্তরাঞ্চলীয় হাজাহ প্রদেশের একটি এলাকায় এ হামলা চালানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যম ও মানবাধিকারকর্মীদের সূত্রে রয়টার্স জানায়, সকালে সৌদি জোটের যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত বোমা একটি বোতল প্রক্রিয়াজাত কারখানায় আঘাত হানে। এতে ওই কারখানায় কর্মরত শ্রমিকদের প্রায় সবাই নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন আরো অনেকেই।

ঈসা আহমেদ নামের এক স্থানীয় বাসিন্দার বরাতে জানা যায়, হামলার পর ওই কারখানা বিধ্বস্ত হয়ে যায়। এরপর সেখান থেকে ৩৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহগুলোর বেশির ভাগই ছিল অগ্নিদগ্ধ ও খণ্ডিত।