ব্রিটিশ রাজ পরিবারের বিয়েতে অতিথি কারা

Looks like you've blocked notifications!

ব্রিটিশ সিংহাসনের ষষ্ঠ উত্তরাধিকার প্রিন্স হ্যারি (৩৩) ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কলের (৩৬) রাজকীয় বিয়েতে কারা যাচ্ছেন এই নিয়ে জল্পনা-কল্পনা চলছে বিশ্বজুড়ে।

আজ শনিবার শুরু হতে যাওয়া এ জমকালো বিয়েতে নিমন্ত্রণ পাননি কোনো বড় দেশের রাজনৈতিক কোনো নেতা বা দেশপ্রধান। প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের একদম কাছের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনই থাকছেন এই বিয়েতে। চলুন দেখে নেই এই রাজ পরিবারের বিয়ের স্বাক্ষী হতে যাচ্ছেন কারা।

প্রিন্স হ্যারির অতিথির তালিকা :

রানি দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপ

অতিথিদের তালিকায় সবার প্রথমেই আসে প্রিন্স হ্যারির দাদি রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁকে দেখা যাবে প্রিন্স ফিলিপের সঙ্গে।

প্রিন্স চার্লস ও ক্যামিলা

প্রিন্স চার্লস ও ক্যামিলাও উপস্থিত থাকবেন এই বিয়েতে। এই সেন্ট জর্জ চ্যাপেলে তাদেরও বিবাহ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রিন্স হ্যারি ও মেগানের বিয়ে হতে যাচ্ছে।

প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস ক্যাথরিন

অতি অবশ্যই প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস ক্যাথরিন থাকছেন। তাঁদের সদ্যোজাত সন্তান প্রিন্স লুই থাকবে না এই বিয়েতে।

এই দম্পতির অন্য দুই সন্তান প্রিন্স জর্জ (৪) এবং প্রিন্সেস শার্লোট (৩) যথাক্রমে পেজবয় এবং ব্রাইডসমেইডের ভূমিকায় থাকবে।

গায়িকা এলি গোলডিং

বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রিন্স হ্যারির অতিথির তালিকায় সঙ্গীতশিল্পী এলি গোলডিংও আছেন। তাঁর প্রিন্স হ্যারির সম্পর্ক ছিল এমন গুজবও মিডিয়াতে ছড়িয়েছিল।

এ ছাড়া প্রিন্স হ্যারির সাবেক দুই প্রেমিকাও এই বিয়েতে থাকবেন বলে শোনা যাচ্ছে।

মেগান মার্কেলের অতিথির তালিকা

মার্কেলের পরিবার হ্যারির পরিবারের মতো তেমন পরিচিত না। মেগানের বাবা অসুস্থ থাকায় মেয়ের বিয়েতে থাকবেন না।

মার্কেলের দুই ধর্মবোন রিমি (৬) এবং রাইল্যান (৭) ব্রাইডসমেইডের ভূমিকায় থাকবে।

প্রিয়াঙ্কা চোপড়া

ভারতীয় অভিনেত্রী এবং ইউনিসিফের শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা চোপড়া এই রাজকীয় বিয়েতে যাবেন বলে নিশ্চিত করেছে মার্কিন সাপ্তাহিক ম্যাগাজিন।

সেরেনা উইলিয়ামস

টেনিস তারকা সেরেনা উইলিয়ামস হ্যারি এবং মেগানের বিয়েতে যাবেন বলে জানা গেছে। গত কয়েক বছর ধরেই তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

এ ছাড়া মার্কেল অভিনীত টেলিভিশন সিরিজের  অভিনেতারাও আসবেন বিয়েতে।