ভারতে নিপাহ ভাইরাসের সংক্রমণ, ১৩ জনের মৃত্যু

Looks like you've blocked notifications!

নিপাহ ভাইরাস আতঙ্কে কাঁপছে ভারত। কেরালায় এরইমধ্যে ওই ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে ১৩ জনের। কেরালার কোঝিকোড় জেলাতেই ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। সংক্রামক এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক মানুষ।

প্রথমে জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ। পরে ওই জ্বর তীব্র হয়। যা প্রাণ কেড়ে নেয়। সম্প্রতি মারা যাওয়া ব্যক্তিদের রক্ত পরীক্ষা করে পাওয়া গেছে নিপাহ ভাইরাসের অস্তিত্ব।

 কেরালার কোঝিকোড় জেলার জেলাশাসক ইউভি জো জানিয়েছেন, নিপাহ ভাইরাস ভীষণভাবে সংক্রামক। আক্রান্ত রোগীর কফ ও থুথু থেকে রোগটি অন্য ব্যক্তির দেহে ছড়িয়ে পড়ছে। নিপাহ ভাইরাস যেন মহামারির আকার না নেয় ওই কারণে ‘হাইঅ্যালার্ট’ জারি করা হয়েছে কেরালায়। 

জানা যায়, নিপাহ ভাইরাস মানুষের দেহের রোগ প্রতিরোধ শক্তিকে একেবারেই শেষ করে দেয়। গৃহপালিত পশু এই রোগের ভাইরাস বহন করে। যার প্রতিষেধক এখনো পাওয়া যায়নি। এই রোগ সামাল দিতে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদল এরইমধ্যে কেরালার কোঝিকোড় জেলা পরিদর্শন করেছে।