পাকিস্তানে দাবদাহে ৬৫ জনের মৃত্যু

Looks like you've blocked notifications!
পাকিস্তানের করাচিতে তীব্র গরমে হিটস্ট্রোকে অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে।

পাকিস্তানের করাচিতে তীব্র গরমে হিটস্ট্রোকে অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দেশটির দাতব্য সংস্থা এডি ফাউন্ডেশন এই তথ্য জানায়।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন সংস্থাটির প্রধান ফয়সাল এডির বরাত দিয়ে জানায়, করাচির কোরাঙ্গি ও সোহরাম গোথ এলাকায় গত তিনদিনে ১১৪টি লাশ আনা হয়েছে। এদের মধ্যে ৬৫ জনের মৃত্যু হয়েছে হিটস্ট্রোকে। নিহত বেশির ভাগ মানুষ লান্ধি ও কোরাঙ্গি এলাকার।

খবরে বলা হয়েছে, হিটস্ট্রোকে নিহতদের বেশিরভাগই মারা গেছেন নিজেদের বাড়িতে। নিহতদের মাঝে শিশু থেকে বয়োজ্যেষ্ঠ- সব বয়সী মানুষ রয়েছে। কয়েকদিন ধরে করাচির গড় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৩ মে পর্যন্ত এই অবস্থা থাকবে।

করাচির মেয়র ওয়াসিম আখতার বাসিন্দাদের হিটস্ট্রোক এড়াতে দিনের বেলা ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছেন।