থাইল্যান্ডে হামলার ঘটনায় আরেক বিদেশি আটক
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাতচাপ্রসং মন্দিরে বোমা হামলার ঘটনায় আরো একজন ‘সন্দেহভাজন’ বিদেশিকে’ গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। থাই-কম্বোডিয়া সীমান্তে ‘সা কায়ো’ নামে একটি একটি নিরাপত্তা চৌকি থেকে ওই সন্দেহভাজনকে আটক করা হয়।
থাই প্রধানমন্ত্রী প্রেউথ চান ওচা আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। তবে ওই ব্যক্তির নাগরিকত্ব সম্পর্কে কিছু জানাননি তিনি।
গত ১৭ আগস্ট ব্যাংককের কেন্দ্রস্থলে অবস্থিত ওই ভয়াবহ বিস্ফোরণে ২২ জন নিহত হন। এদের মধ্যে ৯ বিদেশি পর্যটকও ছিলেন। এ ছাড়া বোমা হামলায় চীন ও তাইওয়ানের নাগরিকসহ মোট ১২৬ জন আহত হন।