দুর্নীতির দায়ে তিন লাখ সেনা ছাঁটাই করবে চীন

Looks like you've blocked notifications!
চীনে অনুষ্ঠিত সামরিক মহড়া। ছবি : রয়টার্স

চীনে তিন লাখ সেনা সদস্য ছাঁটাই করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির স্মরণোৎসব পালন ও জাপানের আগ্রাসনের বিরুদ্ধে বিজয় অর্জনের ৭০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। রাজধানী বেইজিংয়ে তিয়ানানমেন রোস্ট্রামে বৃহস্পতিবার এ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানান, সাম্প্রতিক সময়ে চীনা সেনাবাহিনীতে দুর্নীতি ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন লাখের বেশি সেনা সদস্যকে ছাঁটাই করা হবে। রয়টার্স জানিয়েছে, চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মিতে (পিএলএ) বর্তমানে ২৩ লাখ সেনা সদস্য রয়েছেন। যার মধ্যে অন্তত দুজন সাবেক সেনাপ্রধান এবং শতাধিক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা দুর্নীতির দায়ে জেলে আছেন।

যুক্তরাষ্ট্রের পরই চীন প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি বাৎসরিক বাজেট রাখে। অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তির সর্বোচ্চ আধুনিকায়ন করার জন্য চীনের প্রতিরক্ষা খাতে প্রতিবছর প্রায় ১৪৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হয়।