মিসরে যুগপৎ বোমা হামলায় নিহত ২৭
মিসরের সিনাই প্রদেশে সামরিক বাহিনীর নিরাপত্তা স্থাপনা লক্ষ্য করে চালানো যুগপৎ বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে প্রায় একই সময়ে কয়েকটি আলাদা স্থানে মর্টার নিক্ষেপ ও গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়ে এসব হামলা চালানো হয়।
ইসলামিক স্টেট (আইএস) মিসর শাখা এ হামলার দায় স্বীকার করেছে। এক টুইটারবার্তায় সংগঠনটি জানিয়েছে, মিসরের সিনাই প্রদেশে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে এদের হত্যা করা হয়েছে।
‘সিনাই প্রদেশ’ নামে টুইটার অ্যাকাউন্ট থেকে হামলার দায় স্বীকার করা হয়। দেশটির সবচেয়ে সক্রিয় জঙ্গিগোষ্ঠী আনসার বায়েত আল-মাকদিস গত বছর তাদের টুইটার অ্যাকাউন্টের নাম বদলে রাখে ‘সিনাই প্রদেশ’। সেই অ্যাকাউন্ট থেকেই এ বার্তা প্রকাশ করা হয়েছে।
উত্তর সিনাইয়ের রাজধানীতে সামরিক বাহিনীর সদর দপ্তর ও একটি বিপণিবিতানে প্রথমে বোমা হামলা চালানো হয়। এতে ২৫ জন নিহত ও অন্তত ৫৮ জন আহত হয়। প্রদেশের রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরামের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলায় সামরিক বাহিনীর ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
এর পর রাফাহ এলাকার একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়ে সেনাবাহিনীর একজন মেজরকে হত্যা করা হয়। এ সময় আহত হয় অন্তত ছয়জন। প্রায় একই সময়ে দক্ষিণ আল-আরিশ এলাকার অপর একটি নিরাপত্তা চৌকিতে চালানো বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত ও চারজন আহত হন।
সিনাই প্রদেশ এসব হামলার দায় স্বীকার করার পর মিসরের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, পোর্ট সাইদে বিদ্যুতের ট্রান্সফরমারে বোমা হামলা করতে গিয়ে এক সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে।
২০১৩ সালে গণ-আন্দোলনের মুখে মুসলিম ব্রাদারহুডের দলের নেতা প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সিনাইভিত্তিক জঙ্গিরা শতাধিক নিরাপত্তা কর্মকর্তা হত্যা করেছে।