এ পি জে আবদুল কালামের নামে দ্বীপ
ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের নামে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনার নাম রাখা চলছেই। এর আগে তাঁর নামে একটি মহাকাশযানের নামকরণের খবর জানিয়েছিল সংবাদমাধ্যমগুলো। আজ শনিবার টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এবার উড়িশ্যায় আস্ত একটি দ্বীপের নামকরণ করা হলো ‘মিসাইলম্যানের’ সম্মানে।
খবরে জানানো হয়, প্রদেশটির মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক নতুন এই নামকরণের কথা ঘোষণা করেন। তিনি জানান, উড়িশ্যার সাগরে ভদ্রক এলাকার হুইলার দ্বীপের নাম বদলে হলো ‘আবদুল কালাম দ্বীপ।’ এর আগে ১৮১৭ সালে ইংরেজ কমান্ড্যান্ট লেফটেন্যান্ট হুইলারের স্মরণে দ্বীপটির নামকরণ করা হয়েছিল।
নবীন পট্টনায়ক বলেছেন, ‘জনতার রাষ্ট্রপতির প্রতি এটা সামান্য শ্রদ্ধাজ্ঞাপন।’ এ ছাড়া রাজ্যটির প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়কের (নবীনের বাবা) সঙ্গে কালামের গভীর সম্পর্কের কথাও উল্লেখ করেন নবীন।
নবীন আরো জানান, ১৯৯৩ সালে ড. কালামের অনুরোধে মিসাইলের গবেষণার জন্য হুইলার দ্বীপটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হাতে তুলে দিয়েছিলেন বিজু পট্টনায়েক। এই দ্বীপেই সেই বছরের ৩০ নভেম্বর ক্ষেপণাস্ত্র পৃথ্বীর সফল উৎক্ষেপণ হয়েছিল।