বিমানে মদ পরিবেশন না করায় নারী চাকরিচ্যুত
সবকিছু ঠিকঠাক চলছিল। বিমানবালা হিসেবে নিজের দায়িত্ব পালন করছিলেন সারি স্ট্যানলি। বিমানের এক যাত্রী খানিকটা মদ চাইলেন স্ট্যানলির কাছে। স্ট্যানলি নিজে তা করতে রাজি হলেন না। অন্য এক বিমানবালার সাহায্য নিলেন।
৪০ বছর বয়স্ক নারী স্ট্যানলি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দুই বছর আগে। আর তাই মদস্পর্শে আপত্তির কথা জানিয়েছেন প্রকাশ্যেই।
বিপত্তিটা ঘটল এখানেই। অন্য বিমানবালারাই অভিযোগ করলেন কর্তৃপক্ষের কাছে। অভিযোগ, স্ট্যানলি ঠিকমতো সেবা দিচ্ছেন না। সেবা মানে মদ পরিবেশনের ক্ষেত্রে স্ট্যানলির কাজ করতে হয় অন্যদের। আর এতেই সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইনস। স্ট্যানলিকে তাঁদের দরকার নেই।
চাকরিচ্যুত হওয়ায় স্ট্যানলিও এখন বসে নেই। অভিযোগ করেছেন জায়গামতো।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক এয়ারলাইনস এক্সপ্রেসজেটে। স্ট্যানলি দাবি করেছেন, ধর্মীয় বিশ্বাসের কারণে তিনি মদ স্পর্শ ও পরিবেশন ছাড়া অন্য সব কাজ করবেন তা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। কর্তৃপক্ষকে তা জানিয়ে কাজও করেছেন বহুদিন। এরপরেও কর্তৃপক্ষ বিনা বেতনে তাঁকে ছুটিতে চলে যাওয়ার নোটিশ দিয়েছে।
স্ট্যানলি বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের কর্মপরিবেশের আইন দেখাশোনা করা প্রতিষ্ঠান ইক্যুয়াল এমপ্লয়মেন্ট অপরচিউনিটি কমিশনে (ইইওসি)। স্ট্যানলির আইনজীবী লিনা মাসরি বলেন, ‘কাউকে ধর্ম বা চাকরি যেকোনো একটা বেছে নেওয়া উচিত না। কর্মপরিবেশে চাকরিজীবীদের ধর্মীয় রীতি পালনের জন্য নিরাপদ পরিবেশ প্রদান করা চাকরিদাতাদের আবশ্যিক কাজগুলোর একটি- অভিযোগটির মূল উদ্দেশ্য এটাই।’
মাসরি জানান, গত ২ আগস্ট এ ঘটনা ঘটে। আর মদ পরিবেশন না করায় স্ট্যানলির বিরুদ্ধে ঠিকমতো কাজ না করার অভিযোগ আনেন স্ট্যানলির সহকর্মীরা। ২৫ আগস্ট কর্তৃপক্ষ থেকে চিঠি আসে স্ট্যানলির কাছে যেখানে বিনা বেতনে স্ট্যানলিকে ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়, এ প্রতিষ্ঠানে ১২ মাস পর স্ট্যানলির চাকরির অবসান ঘটতে পারে।
এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি নয় এক্সপ্রেসজেট কর্তৃপক্ষ। তবে ইমেইলে পাঠানো এক বার্তায় প্রতিষ্ঠানের মুখপাত্র জারেক বিম জানান, ‘আমরা আমাদের দলের সদস্যদের মূল্যবোধ ও বিশ্বাসে গুরুত্ব দেই। কর্মপরিবেশ বৈষম্যহীন রাখার ক্ষেত্রে প্রতিষ্ঠান বহুদিন ধরে কাজ করছে। স্ট্যানলি আমাদের এখানে কাজ করেন। আর আমাদের কর্মীর ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা মন্তব্য করতে পারি না।’