নির্বাচনের ভারত দখলের ডাক দেবেন মমতা

Looks like you've blocked notifications!

আগামী বছরের ১৯ জানুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে ফেডারেল ফ্রন্টের নেতাদের দিয়ে ভারত দখলের ডাক দেবে তৃনমূল কংগ্রেস। আজ শনিবার কলকাতার ধর্মতলায় আয়োজিত সভায় ওই ঘোষণা দেন তৃণমূল কংগ্রেসের নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

১৯৯৩ সালের ২১ জুলাই তৎকালীন বামফ্রন্ট সরকারের গুলিতে নিহত ১৩ জন যুব কংগ্রেস কর্মীর স্মরণে ওই সভার আয়োজন করা হয়।

মমতা বলেন, ‘আগামী ১৯ জানুয়ারি সারা দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ করে ব্রিগেড ময়দান থেকে ভারত দখলের ডাক দেওয়া হবে।’ তিনি আরো বলেন, ‘২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভার সব কয়টি আসন দখল করবে তৃনমূল।’

মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘তৃণমূলের সভায় মানুষ ভালোবেসে আসেন, বিজেপির মতো টাকা দিয়ে লোক ভাড়া করে আনতে হয় না।’ তাঁর অভিযোগ, ত্রিপুরা রাজ্যের ফর্মুলা পশ্চিমবঙ্গে প্রয়োগ করার চেষ্টা করছে বিজেপি। রাষ্ট্রীয় স্বয়ং সেবক (আরএসএস) এর লোকেরা নেতা সেজে বাইরের লোক আনছে। প্রচুর  টাকা ছড়াচ্ছে। তাই তিনি নিজের দলের কর্মী, সমর্থক ও নেতাদের সাবধান থাকার পরামর্শ দেন।

মমতা বলেন, ‘শিবসেনা, তেলেগু দেশম পার্টির মতো শরিকরা আজ বিজেপির পাশ থেকে সরে গিয়েছে। ২০১৯ এর পর আর ঘুরে দাঁড়াতে পারবে না বিজেপি। তিনি বলেন, ‘সিপিএমের যেমন হার্মাদ বাহিনী ছিলো, বিজেপির তেমন ওস্তাদ বাহিনী আছে।’ বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, ‘যাদের হাতে দাঙ্গার রক্ত রয়েছে, আজ তারাই জ্ঞান দিচ্ছে মানুষকে।’ তিনি বলেন, ‘২০১৯ সালের পর দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসে যাতে বিজেপির প্রধানমন্ত্রী আর ভাষন দিতে না পারে  সেই অঙ্গীকার নেবে তৃণমূল।’