পাকিস্তানে ভোটের দিনেও বোমা হামলা, নিহত ৩১

Looks like you've blocked notifications!

নির্বাচনের দিনেও পাকিস্তানের উত্তর-পশ্চিমাংশের শহর কোয়েটায় পুলিশভ্যান লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৪ জন। এর মধ্যে আটজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার সকাল থেকে পাকিস্তানের জাতীয় নির্বাচন শুরু হয়। এর কিছু পরেই বেলুচিস্তান প্রদেশের কোয়েটার পূর্বাংশের বাইপাস এলাকায় একটি ভোটকেন্দ্রের কাছে এই হামলার ঘটনা ঘটে।

কোয়েটা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মহসিন ভাট পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে জানিয়েছেন, ‘খুব সম্ভবত এটি একটি আত্মঘাতী বোমা হামলা। নিহতদের মধ্যে বেসামরিক লোকজনও রয়েছে।’

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি-সিটিডি) আয়েজাজ আহমেদ গোলায়া জানিয়েছেন, বোমা বিস্ফোরণের পর থেকে ভোটকেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বিস্তারিত আসছে...