চাইলে এক মিনিটেই মুখ্যমন্ত্রী হতে পারি : হেমা মালিনী

Looks like you've blocked notifications!

‘যদি আমি ইচ্ছা করি, তাহলে এক মিনিটেই মুখ্যমন্ত্রী হতে পারি’ বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি থেকে নির্বাচিত পার্লামেন্ট (লোকসভা) সদস্য হেমা মালিনী।

বৃহস্পতিবার রাজস্থানের বানসাওয়ারায় এক ধর্মীয় অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী হেমা এ কথা বলেন।

এক দশকেরও আগে ভারতের রাজনীতিতে প্রবেশ করা উত্তর প্রদেশের সাংসদ ৬৯ বছর বয়সী হেমা মালিনী জানান, তিনি কখনই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করার ব্যাপারে আগ্রহী ছিলেন না।

জীবনে চলার পথে কখনো মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ এলে তিনি কী করবেন সাংবাদিকের এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি এভাবে বাধা পড়তে চাই না, কারণ তাতে আমার স্বাধীনতা, চলাফেরা সব বন্ধ হয়ে যাবে।’

২০০৩ সালে অটল বিহারি বাজপেয়ি সরকারের পক্ষ থেকে হেমা মালিনীকে নির্বাচন করা হলে তিনি প্রথমবারের মতো পার্লামেন্ট সদস্য হন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উপসংহার টানতে গিয়ে হেমা বলেন, “বলিউডের ‘ড্রিম গার্ল’ হিসেবে আমার যে খ্যাতি, সে জন্যই মূলত লোকে আমাকে চেনে।”

উত্তর প্রদেশের মথুরার এই সাংসদ ২০০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, আর দেশ ও দেশের বাইরে মিলিয়ে পারফর্ম করেছেন এক হাজারের বেশি অনুষ্ঠানে।