ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে বিধ্বস্ত মসজিদে উদ্ধার তৎপরতা

Looks like you've blocked notifications!
ভূমিকম্পে বিধ্বস্ত লম্বকের সবুজ গম্বুজ মসজিদ। ছবি : বিবিসি

ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে ভূমিকম্পে বিধ্বস্ত একটি মসজিদের ধ্বংসাবশেষের নিচে অনেকেই চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গত রোববার পর্যটন দ্বীপ লম্বকে শক্তিশালী ভূমিকম্প হওয়ার পর এখন সেখানে উদ্ধার তৎপরতা চলছে।

৬ দশমিক ৯ মাত্রার ওই ভূমিকম্পে এখন পর্যন্ত ১০০ জনের মতো নিহত হয়েছেন বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। ভূমিকম্পে অজস্র ভবন বিধ্বস্ত হয়েছে, ঘরবাড়ি ছেড়ে আশ্রয়হীন হতে হয়েছে কমপক্ষে ২০ হাজার মানুষকে।

লম্বক অঞ্চলের উত্তরে উদ্ধার কার্যক্রম চলতে থাকা মসজিদটি ওই অজস্র বিধ্বস্ত ভবনের একটি।

এর ভেতরেই মসজিদের ধ্বংসাবশেষ থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা।

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র মসজিদের উদ্ধার কার্যক্রমের একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে ধসে পড়া ভবনের ভেতর থেকে একজনকে বাইরে বের করে আনা হচ্ছে।

এর আগে গত সপ্তাহে লম্বকে আরেকটি ভূমিকম্প হলে তাতে ১৬ জনের মৃত্যু হয়। ধ্বংসাবশেষের আঘাতেই বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে।

ত্রাণ সংস্থাগুলো বলছে, আশ্রয়হীনদের আশ্রয় দেওয়াই এখন অগ্রাধিকার পাচ্ছে। এ ছাড়া ‘আফটারশক’ (মূল ভূমিকম্পের পরে ছোট ছোট কম্পন) নিয়েও সবাই উদ্বিগ্ন।