যে কারণে আদালতে হাজিরা দিলেন ইমরান খান

Looks like you've blocked notifications!
পাকিস্তান তেহিরক-ই ইনসাফের নেতা সাবেক ক্রিকেট তারকা ইমরান খান।

পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে রাষ্ট্রীয় হেলিকপ্টার অপব্যবহারের অভিযোগে সম্প্রতি আদালতে তলব করা হয়। গতকাল মঙ্গলবার ওই সংক্রান্ত জবাবদিহি নিশ্চিত করতে পেশোয়ারের আদালতে হাজিরা দেন ইমরান খান।

পাকিস্তানি সংবাদপত্র ডন জানায়, ২০১৩ সালে দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ক্ষমতায় থাকাকালীন ইমরান খান ব্যক্তিগত প্রয়োজনে রাষ্ট্রীয় হেলিকপ্টার ব্যবহার করেন।  শুধু তাই নয়, ৭৪ ঘণ্টা হেলিকপ্টার সুবিধা নিয়ে তিনি সরকারকে মাত্র ২১ লাখ রুপি দেন, অথচ ৭৪ ঘণ্টা বাবদ তাঁর কাছে প্রাপ্য এক কোটি ১১ লাখ রুপি।

যদিও ইমরান খান জানান, তিনি সে সময় প্রদেশের  সরকারপ্রধানের সঙ্গে বন্যাকবলিত অঞ্চলে পরিদর্শনে গিয়েছিলেন। তবে ইমরান আদালতের এই জবাবদিহি তলব করার বিষয়টিকে প্রশংসা করে বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়।’

আদালতে ইমরান খানের পরামর্শক এ সময় তাঁর সঙ্গে হাজির ছিলেন। তিনি আদালতে প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র সমর্পণ করেন।

আদালতের অনেক প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেন ইমরান। এ ছাড়া তাঁর কাছে ১৫ দিনের ভেতর ১৫টি বিশেষ প্রশ্নের লিখিত উত্তর চেয়েছেন আদালত।