রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

Looks like you've blocked notifications!

সাবেক রুশ গুপ্তচরের ওপর রাসায়নিক প্রয়োগের অভিযোগে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ খবর জানানো হয়।

বিভাগীয় মুখপাত্র হিদার ন্যুয়ার্ট জানান, এটি নিশ্চিত যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রুশ গুপ্তচরের ওপর রাসায়নিক বা স্নায়বিক ওষুধ প্রয়োগ করা হয়েছে। এ কারণেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ব্রিটেনের সলিসবারিতে রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তাঁর মেয়ে ইউলিয়ার ওপর এ বছর মার্চে রাসায়নিক প্রয়োগের ঘটনা ঘটে। এতে তারা দুজনেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁরা সুস্থ হন।