আসছে নাসার টিভি চ্যানেল
টেলিভিশন চ্যানেল নিয়ে আসছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)। চলতি বছরের পহেলা নভেম্বর অত্যাধুনিক টেলিভিশন চ্যানেলটি যাত্রা শুরু করবে বলে জানিয়েছে মহাকাশ গবেষণার ক্ষেত্রে খ্যাতনামা সংস্থাটি।
নাসা কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানায়, মহাকাশ সংক্রান্ত বিভিন্ন অভিযানের চালচিত্র এই টিভি চ্যানেলে সরাসরি দেখানো হবে৷ বিশেষ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যে সব ছবি তোলা হবে- তা দেখা যাবে এই চানেলে৷
এ ছাড়া সারা বিশ্বের মহাকাশ ও এই সংক্রান্ত গবেষণাপ্রেমীদের নাসার বিভিন্ন কর্মসূচিও তুলে ধরা হবে এই চ্যানেলে৷ ছবির কোয়ালিটিকে উচ্চ মানে রাখার জন্য টেলিভিশন চ্যানেলটিতে ব্যবহার করা হবে উচ্চ ক্ষমতার ‘লিনিয়ার-২১৬০ পি-৬০’ প্রযুক্তি। তাই চ্যানেলের প্রতিটি ছবি হবে ৮ মেগা পিক্সেলের৷ এই চ্যানেল সরাসরি ইণ্টারনেটে সম্প্রচারিত হবে বলেও জানিয়েছে নাসা কর্তৃপক্ষ।