অস্ট্রিয়ায় ট্রাকে আবার মিলল ৪২ অভিবাসী

Looks like you've blocked notifications!
উদ্ধারের পর একটি ক্যাম্পে অভিবাসীরা। ছবি : রয়টার্স

মাত্র কিছুদিন আগেই অস্ট্রিয়ায় রাস্তায় একটি কাভার্ড ভ্যানে পাওয়া গিয়েছিল ৭১ অভিবাসীর লাশ। সেই ঘটনার পর আজ রোববার আবার একটি হিমায়িত ট্রাকে  আবার পাওয়া গেল ৪২ অভিবাসীকে। তবে এবার আর মৃত নয়, জীবিত উদ্ধার করা গেছে তাঁদের।

মধ্য ইউরোপের দেশটির আইস্টারশেইম নামে এক শহর থেকে ওই অভিবাসীদের উদ্ধার করা হয়। অস্ট্রিয়ার ত্রাণ ও শরণার্থীবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স। রয়টার্স জানিয়েছে, উদ্ধারকৃতদের পরিচয় জানাতে পারেনি অস্ট্রিয়া সরকার। তবে, তাঁরা সবাই সিরীয় বলে ধারণা করা হচ্ছে।

ইতিমধ্যেই উদ্ধারকৃত অভিবাসীদের একটি ক্যাম্পে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিরিয়াসহ আরব দেশগুলোর অভিবাসী সংকটের মধ্যে অস্ট্রিয়া হয়ে প্রতিদিন জার্মানি ও ইউরোপের উদ্দেশে পাড়ি দিচ্ছে হাজার হাজার মানুষ।