গভীর শ্রদ্ধা ও সম্মানে বাজপেয়িকে বিদায়

Looks like you've blocked notifications!
মুখাগ্নির পর কান্নায় ভেঙে পড়েন নমিতা ও নীহারিকা। দূরে বসে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন দেশের নেতারা। ছবি : সংগৃহীত

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার দিল্লিতে যমুনা নদীর তীরে ‘স্মৃতিস্থল’ শ্মশানে তাঁর শেষকৃত্য হয়। বাজপেয়ির মুখাগ্নি করেন তাঁর পালিতা কন্যা নমিতা ভট্টাচার্য। নমিতার সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর মেয়ে নীহারিকা।

শেষকৃত্যের আগে বাজপেয়িকে শ্রদ্ধা জানান ভারতের তিন বাহিনীর প্রধানরা। সেই সময় উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার  সদস্যরা এবং দেশের জ্যেষ্ঠ নেতারা। উপস্থিত ছিলেন ভারতের বিজেপি শাসিত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

বাজপেয়ির অন্তিম যাত্রায় শুরু থেকেই হাঁটেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বাজপেয়ির অন্তিম যাত্রায় উপস্থিত ছিলেন তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের বন্ধু লালকৃষ্ণ আদবানিও।

এছাড়া উপস্থিত ছিলেন বিদেশের বহু প্রতিনিধিরাও। উপস্থিত ছিলেন ভূটানের রাজা জিগমে খেসার নামগিয়া ওয়াংচুক, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী লক্ষন কিরিয়েলা, পাকিস্তানের ভারপ্রাপ্ত তথ্য ও সংস্কৃতিমন্ত্রী সৈয়দ আলী জাফর, আফগানিস্তানের  সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই, নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গাওয়ালি। বাজপেয়ির অন্তিম যাত্রায় শেষবারের জন্য প্রিয় এই নেতাকে দেখতে সাধারন মানুষেরও ঢল নামে।