সৌদিতে ৩০ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

Looks like you've blocked notifications!
সৌদি আরবের মক্কা নগরীর মসজিদ। ফাইল ছবি

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে এ পর্যন্ত ৩০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মদিনায় অবস্থানরত বাংলাদেশ হজ মিশনের কর্মরত আইটি বিভাগের প্রকৌশলী মো. মিঠু এ মানিক মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন।

মো. মিঠু এ মানিক এনটিভি অনলাইনকে জানান, মৃতদের মধ্যে ২৩ জন পুরুষ ও সাতজন নারী রয়েছেন। এদের মধ্যে মদিনায় ছয়জন এবং মক্কায় ২৪ জন হজযাত্রী মারা যান। মৃতদের মধ্যে তিনজন সড়ক ও অন্যান্য দুর্ঘটনায় এবং বাকিদের স্বাভাবিক মৃত্যু হয়েছে।

বাংলাদেশ হজ মিশন সূত্রে আরো জানা যায়, চলতি বছরে পবিত্র হজ পালনে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে এসেছেন মোট ৮৬ হাজার ৭৬২ জন।  

হজ মিশন থেকে পাওয়া তালিকা অনুযায়ী মৃতরা হলেন - ঢাকার মো. ইব্রাহিম খলিল (৫৫), মো. বদিউজ্জামান (৬২), বাহরুল হোসাইন (৬৯) ও মীর লিয়াকত আলী (৬১), চাঁপাইনবাবগঞ্জের মো. আইয়েস উদ্দিন (৫৮) ও মো. আব্দুল হাকিম (৭৭), আশুলিয়ার সামছুন্নাহার (৫৮), শরীয়তপুর জেলার নজরুল ইসলাম বালা (৭৪), চট্টগ্রামের মো. আবুল কাশেম সুফি (৪৫), ফরিদপুরের ফাতেমা বেগম (৬২), নওগাঁর মোহাম্মদ আফজাল হোসেন (৭৯), তাহের আলী মোল্লা (৭২), লালমনিরহাটের মো. আবু জায়িদ (৫৬), রাজশাহীর মো. রুস্তম আলী (৫৯), কুড়িগ্রামের রোকেয়া খাতুন (৫৬), কুষ্টিয়ার মো. আহাদ আলী (৬৮), জামালপুরের মো. জহরুল হক (৬১), ময়মনসিংহের মো. আব্দুল জলিল (৮৭), কুমিল্লার মো. সোহেল আহমেদ (৩৬), মাদারীপুরের মো. হামেদ হাওলাদার (৬৬), কিশোরগঞ্জের মো. আব্দুল হোসেন (৬৯), বগুড়ার মনিকা মুস্তারি আরজু (৪৩), নরসিংদীর আব্দুর রহমান মিয়া (৬৫), চট্টগ্রামের লায়লা বেগম (৭২), গাইবান্ধার মোসাম্মৎ মারুফা শায়লা (৩৭), যশোরের মোহাম্মদ আতিয়ার রহমান (৭৭), কুমিল্লার মোহাম্মদ গাজী রহমান (৭৭), শেরপুরের মোহাম্মদ কাজিম উদ্দিন (৫৯), দিনাজপুরের মোহাম্মদ আমবার আলী (৫২) ও কুমিল্লার শফিকুল ইসলাম (৬৫)।