‘সিরিয়ার প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা করেছিলেন ট্রাম্প’

Looks like you've blocked notifications!

গত বছর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে গোপনে হত্যার পরিকল্পনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের অসম্মতি থাকায় এ পরিকল্পনা সফল হয়নি।

মঙ্গলবার ওয়াশিংটন পোস্টের সাংবাদিক বব উডওয়ার্ডের লেখা ‘ফেয়ার : ট্রাম্প ইন দ্য হোয়াইট হাউস’ নামে একটি নতুন বইয়ে এই দাবি করা হয়।

বইয়ে দাবি করা হয়, ২০১৭ সালে ইদলিবের খান সায়খুন শহরে রাসায়নিক হামলার জন্য আসাদ সরকারের প্রতি ক্ষিপ্ত হয়ে জেমস ম্যাটিসকে ফোন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফোনে তিনি প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মেরে ফেলার কথা বলেন।

যদিও হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডর্স এগুলোকে মনগড়া তথ্য বলে উড়িয়ে দিয়েছেন।