জন কেরিকে জরিমানা!
জন কেরির অনেকগুলো পরিচয় আছে—যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, সাবেক সিনেটর ও ডোমোক্র্যাট দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী। এর সঙ্গে নতুন আরেকটি যুক্ত হতে হলো ‘বাড়ির সামনে তুষার পরিষ্কার না করায় জরিমানাকৃত’।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরে নিজ বাড়ির সামনের তুষার পরিষ্কার না করায় বিশ্ব দাঁপিয়ে বেড়ানো দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে ৫০ মার্কিন ডলার জরিমানা করেছে শহর কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল তুষারপাতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বোস্টন শহরে দুই ফুট উঁচু তুষার জমেছে। শহরটির মেয়র মার্টিন ওয়ালশ তুষার সরাতে কঠোর পদক্ষেপ নিয়েছেন। প্রতিটি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনের পথ থেকে তুষার সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলেই জরিমানা। মেয়রের পদক্ষেপ যে কতটা কঠোর ছিল, তার প্রমাণ মিলল দেশের পররাষ্ট্রমন্ত্রীকে জরিমানা করায়। ওই সময় তিনি ওবামার সঙ্গে সৌদি আরবে অবস্থান করছিলেন।
জন কেরির মুখপাত্র গ্লেন জনসন বোস্টনের গ্লোব পত্রিকাকে জানান, বৃহস্পতিবার দুপুরের মধ্যেই কেরির বাড়ির সামনে জমে থাকা তুষার পরিষ্কার করা হয়েছে। আর কেরি জরিমানার অর্থ পরিশোধও করবেন।