কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ‘বিচ্ছিন্নতাবাদী’ নিহত

Looks like you've blocked notifications!

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর রাজ্যের নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। আজ শনিবার রাজ্যের কুলগামে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ। গোলাগুলি এখনো চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্যও অনুসারে, নিহত তিনজনের বাইরেও আরো দুই বিচ্ছিন্নতাবাদী ওই এলাকায় আটকা পড়েছে।

ওই ঘটনায় উপত্যকার বারামুল্লা ও কাজিগান্দ শহরের মধ্যে ট্রেন যোগাযোগ বর্তমানে বন্ধ আছে।

শ্রীনগর থেকে ৭২ কিলোমিটার দূরবর্তী কুলগামের চাওগামে কিছু বিচ্ছিন্নতাবাদী লুকিয়ে আছে, গোপন এ সংবাদের ভিত্তিতে নিরাপত্তাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে। সে সময় বিচ্ছিন্নতাবাদীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে দুই পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়।