মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে চীন : ট্রাম্প

Looks like you've blocked notifications!
জাতিসংঘ সদর দপ্তরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, তাঁর দেশে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে চীন। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ অভিযোগ করেন।

ট্রাম্প বলেন, ‘তারা চায় না, আমি বা আমরা জয়লাভ করি। কারণ প্রেসিডেন্ট হিসেবে আমিই প্রথম চীনের বাণিজ্য নিয়ে কঠোর হয়েছি।’ তবে ট্রাম্প তাঁর বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ হাজির করেননি। গত প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে বাণিজ্যে শুল্ক আরোপ নিয়ে চীন ও যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থানে রয়েছে।

ট্রাম্প বলেন, ‘দুঃখজনক হলো, নভেম্বরে অনুষ্ঠেয় আমাদের ২০১৮ সালের আসন্ন নির্বাচনে মার্কিন প্রশাসনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে চীন, এটা আমরা জানতে পেরেছি।’ তিনি বলেন, ‘বাণিজ্যে আমাদের জয় হচ্ছে, প্রতিটি পর্যায়েই আমরা লাভবান হচ্ছি।’

এ অভিযোগ নাকচ করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, অন্যায় অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি চীন সব সময়ই মেনে চলে আসছে। এটাই চীনের পররাষ্ট্রনীতির ঐতিহ্য।’

চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করিনি, করবও না। চীনের বিরুদ্ধে যেকোনো অন্যায় অভিযোগ আমরা নাকচ করছি।’

এর আগে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ আছে রাশিয়ার বিরুদ্ধে। ট্রাম্পকে জেতাতে এ হস্তক্ষেপ করা হয় বলে অভিযোগ করে বিরোধী ডেমোক্রেট দল। এ নিয়ে তদন্ত চলছে। এ জন্য স্পেশাল কাউন্সেল হিসেবে কাজ করছেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) সাবেক পরিচালক রবার্ট মুলার।