অস্ট্রেলিয়ার মন্ত্রিসভায় পরিবর্তন, জো হকির পদত্যাগ
অস্ট্রেলিয়ার সাবেক কোষাধ্যক্ষ জো হকি পদত্যাগ করেছেন। টানা ২০ বছর পর্লামেন্ট সদস্য ও সাত বছর মন্ত্রী থাকার পর এমপি পদ থেকে সরে গেলেন তিনি। আর অস্ট্রেলিয়ার মন্ত্রিসভায় বড় পরিবর্তন এনেছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল।
আজ এক বিবৃতিতে জো হকি বলেন, নিজের নির্বাচনী এলাকায় দ্বিতীয় দীর্ঘতম সময় জনগণের সেবায় থাকতে পেরে তিনি আনন্দিত। ওই বিবৃতিতে প্রধানমন্ত্রী টার্নবুলের সমালোচনাকরে তিনি বলেন, ‘এই নিয়ে কিছু বলার ছিল। তবে পরিবারকে আরো সময় দেওয়ার স্বার্থে আমি পার্লামেন্ট সদস্যপদের সমাপ্তি টানছি।’
শিগগিরই জো হকির নির্বাচনী এলাকা উত্তর সিডনি অঞ্চলে ভোট অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনী এলাকা ক্ষমতাসীন লিবারেল দলের শক্ত ঘাঁটি বলেই পরিচিত।
আজ রোববার অস্ট্রেলিয়ার রাজধানীর ক্যানবেরায় পার্লামেন্ট হাউসে মন্ত্রিসভায় পরিবর্তনের ঘোষণা করে প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। নতুন মন্ত্রিসভায় কয়েকজন নরী যুক্ত হচ্ছেন- তা আগে থেকেই জানা গিয়েছিল। আজ তাঁদের মন্ত্রিত্ব ঘোষণা করা হলো। অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যারিস পেইন। আর পররাষ্ট্রমন্ত্রী পদেই থাকছেন ক্ষমতাসীন লিবারেল দলের ডেপুটি লিডার জুলি বিশপ। পশ্চিম অস্ট্রেলিয়ার মিখায়েলা ক্যাশ হচ্ছেন কর্মসংস্থানবিষয়কমন্ত্রী। ক্ষুদ্র ব্যবসাবিষয়কমন্ত্রী হবেন কেলি ও ডয়ার। একই সঙ্গে সহকারী কোষাধ্যক্ষও হচ্ছেন তিনি। আর স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন সুসান লে।
এ ছাড়া টার্নবুলের মন্ত্রিসভায় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়কমন্ত্রী হচ্ছেন সিমন বার্মিংহাম হচ্ছেন আর নবাগত ক্রিস্টিয়ান পোর্টার হচ্ছেন সামাজসেবামন্ত্রী। যোগাযোগ ও শিল্পবিষয়কমন্ত্রী হচ্ছেন মিচ ফিফিল্ড এবং খনিজ ও জ্বালানি বিষয়কমন্ত্রী জোস ফ্রাইডেনবার্গ। আর ২৫ বছর বয়স্কা ওয়াট রয় হচ্ছেন উদ্ভাবন বিষয়কমন্ত্রী।
মন্ত্রিসভা থেকে সাবেকের খাতায় চলে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী কেভিন অ্যান্ড্রুজ, কর্মসংস্থানমন্ত্রী এরিক অ্যাবেটজ, ক্ষুত্র ব্যবসাবিষয়কমন্ত্রী ব্রুস বিলসন, শিল্পমন্ত্রী লা ম্যাকফারলেন ও বয়স্ক উন্নয়ন বিষকমন্ত্রী মাইকেল রোনাল্ডসন। এরা সবায়ই কিন্তু অ্যাবটের বড় সমর্থক ছিলেন না।
পূর্বসুরি অ্যাবটের নীতির এখনো বড় একটা পরিবর্তন আনেননি প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। তবে মন্ত্রিসভায় পরিবর্তনের ফলে নতুন যেসব মুখ আসছে তাদের মাধ্যমেই নীতিরও ধীরে ধীরে পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।