অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন গবেষক

Looks like you've blocked notifications!
উইলিয়াম ডি নরডাস ও পল এম. রোমারের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। ছবি : রয়টার্স

জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তিগত উদ্ভাবনকে ম্যাক্রো ইকোনমিকসের সঙ্গে একীভূত করে বিশ্লেষণের স্বীকৃতি হিসেবে চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন গবেষক।

আজ সোমবার ইয়েল বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম ডি নরডাস ও নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের পল এম রোমারের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানায়।

৯ মিলিয়ন সুইডিশ ক্রোনার (১.০১ মিলিয়ন মার্কিন ডলার) পুরস্কারের অর্থ ভাগাভাগি করে নেবেন তাঁরা।

অর্থনীতিতে নোবেল ঘোষণার মধ্য দিয়ে এবারের নোবেল পুরস্কার ঘোষণা শেষ হলো। এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হবে না।

এর আগে গত বছর অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন আমেরিকার রিচার্ড থ্যালার।

যৌন সহিংসতার বিরুদ্ধে কাজ করে এ বছর শান্তিতে নোবেল পান ইরাকের কুর্দি মানবাধিকারকর্মী নাদিয়া মুরাদ ও কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েজি।