জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ও আন্তর্জাতিক পুরস্কার নিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে নিউইয়র্কের জনএফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান তিনি।
এর আগে গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় লন্ডন পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে যাত্রাবিরতি শেষে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন তিনি।
আজ ঈদুল আজহা উদযাপনের পর আগামীকাল শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দি আর্থ’ ও ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) আইসিটি পুরস্কার গ্রহণ করবেন প্রধানমন্ত্রী।
আগামী ১ অক্টোবর বাংলাদেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়ার কথা রয়েছে তাঁর। পথে ২ অক্টোবর লন্ডনে যাত্রাবিরতি শেষে ৩ অক্টোবর দেশে পৌঁছাবেন তিনি।
গতকাল সকালে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান। মন্ত্রিপরিষদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা এ সময় প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান।
প্রতিবছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশন বসে। এরই মধ্যে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন।