নরেন্দ্র মোদি-শেখ হাসিনা বৈঠক আজ
জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে (বাংলাদেশে রাত) তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন।
কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা নিউইয়র্কের হোটেল ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়ায় উঠেছেন। দুই নেতার মধ্যে বৈঠকটি সেখানেই অনুষ্ঠিত হবে।
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী স্থানীয় সময় বুধবার রাতে (বাংলাদেশে বৃহস্পতিবার ভোর) নিউইয়র্কে পৌঁছান।