নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিন নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কের একটি হোটেলে এই শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, এ সময় বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান শেখ হাসিনা। জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) বেশির ভাগই বাংলাদেশ পূরণ করতে সক্ষম হচ্ছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী জানান, জাতিসংঘ নতুন একটি উন্নয়ন লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। এটাকে বলা হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)। আগামী ১৫ বছরের মধ্যে এই লক্ষ্যমাত্রা পূরণের সময় দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশ এই লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। সে সঙ্গে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ‘আমরা ভিক্ষা করব না। নিজেদের সম্পদ কাজে লাগিয়ে বাংলাদেশ দৃঢ় পায়ে অগ্রসর হবে।’
অতীতে বাংলাদেশ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘কিন্তু এখন আমাদের মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে। যারা এসব দুর্যোগের জন্য দায়ী, তারা জনগণের শত্রু।’
নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের আয়োজনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেন।