যৌন হয়রানির অভিযোগে সৌদি যুবরাজ আটক
যৌন হয়রানি করার অভিযোগে সৌদি আরবের এক যুবরাজকে আটক করেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস পুলিশ।
লস অ্যাঞ্জেলেসের এক নারী কর্মীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে ওই যুবরাজের বিরুদ্ধে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২৮ বছর বয়সী ওই সৌদি যুবরাজের নাম মাজেদ আবদুল আজিজ আল-সউদ। গতকাল বৃহস্পতিবার তাঁকে আটকের ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলেসের পুলিশের কাছে তিন লাখ ডলার মুচলেকা দিয়ে পরদিন ছাড়া পেয়েছেন ওই যুবরাজ।
দ্য লস অ্যাঞ্জেলেস টাইমসের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মাজেদ আবদুল আজিজ যে বিশাল বাড়িতে অবস্থান করছেন, সেই বাড়ি থেকে নারীর চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। পরে প্রতিবেশীরা দেখেন, একজন রক্তাক্ত নারী দেয়াল পার করার চেষ্টা করছেন।
প্রতিবেশীরা জানিয়েছেন, তিন কোটি ৭০ লাখ ডলারের এ বিশাল বিলাসবহুল বাড়িটি বিদেশিদের কাছে ভাড়া দেওয়া আছে।
সৌদি যুবরাজকে আগামী ১৯ অক্টোবর আদালতে হাজির করানো হবে বলে আশা করা হচ্ছে।