জাতিসংঘের এসডিজি সম্মেলন শুরু
দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা এবং নারীর ক্ষমতায়নসহ ১৭টি কর্মপরিকল্পনা বাস্তবায়নে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সম্মেলন শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সকালে এ সম্মেলন উদ্বোধন করেন সংস্থার মহাসচিব বান কি মুন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বনেতাদের একাংশ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ২০১৫-পরবর্তী এ উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে আগামী তিন দিন নিজ নিজ মতামত তুলে ধরবেন ১৫০টি দেশের সরকারপ্রধানরা। উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া ভাষণে এসডিজি বাস্তবায়নে সম্মিলিত রাজনৈতিক সদিচ্ছার ওপর গুরুত্ব আরোপ করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
এর আগে জাতিসংঘ সদর দপ্তরে পোপ ফ্রান্সিসের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় এসডিজি সম্মেলন।
উদ্বোধন অনুষ্ঠানে দৃষ্টিনন্দন নাচ ও গান পরিবেশন করেন সংগীতশিল্পী শাকিরা ও অ্যাঞ্জেলিক কিৎজো।