যুবরাজ খালেদ বিন তালালকে মুক্তি দিল সৌদি আরব

Looks like you've blocked notifications!
খালিদ বিন তালাল আল ওয়ালিদ। ছবি : সংগৃহীত

সৌদি রাজপরিবারের ধনকুবের যুবরাজ আল ওয়ালিদ বিন তালালের ছোটভাই খালেদ বিন তালাল বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন।

আজ রোববার এ তথ্য দিয়েছে বিবিসি।

গত বছর দুর্নীতির কথা বলে গণহারে উচ্চপদস্থদের গ্রেপ্তার নিয়ে সমালোচনা করায় বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের এই ভাতিজাকে বন্দি করে সরকার।

শুক্রবার যুবরাজ খালেদ বিন তালালের আত্মীয়স্বজনরা তাঁর কয়েকটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাঁকে পরিবারের লোকজনের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গেছে।

সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যার ঘটনায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওপর ক্রমাগত চাপের মুখে এমন সিদ্ধান্ত হলো বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলমান সংকট মোকাবিলায় সৌদি রাজপরিবারের মধ্যে আস্থা অর্জনের প্রয়াস হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ছবি পোস্ট করে খালিদ বিন তালালের বোনের মেয়ে প্রিন্সেস রিম বিনতে আলওয়ালিদ লিখেছেন, ‘তোমার নিরাপত্তার জন্য আল্লাহকে ধন্যবাদ।’

তবে সৌদি আরবের সরকার তাঁকে আটকের সময়ও যেমন কোনো বক্তব্য বা অবস্থান জানায়নি তেমনি মুক্তি প্রসঙ্গেও কোনো বক্তব্য দেয়নি।

তাঁর সঙ্গে আরো প্রায় ২০০ যুবরাজকে বন্দি করে রাখা হয়েছে বলে এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়। রাজধানী রিয়াদের পাঁচ তারকা রিজ-কাল্টনসহ বেশ কয়েকটি হোটেলে তাদের বন্দি করে রাখা হয়।

গত বছরের দুর্নীতিবিরোধী গ্রেপ্তার অভিযানের নেপথ্য নায়ক হিসেবে মোহাম্মদ বিন সালমানকেই উল্লেখ করে থাকেন বিশ্লেষকরা।