বাণিজ্য ঘাটতি কমাতে শেখ হাসিনাকে আশ্বাস দিলেন শি জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশকে তাঁর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার বলে অভিহিত করেছেন। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস দেন তিনি।
স্থানীয় সময় গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হোটেল ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়ায় অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে শিং জিনপিং এসব কথা বলেন।
বৈঠকে চট্টগ্রামে চায়নিজ স্পেশাল জোন (এসইজেড) স্থাপনের জন্য ৭৭৪ একর জমি দেওয়ায় শেখ হাসিনার সরকারের প্রশংসা করেন চীনের প্রেসিডেন্ট।
বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বাংলাদেশের দ্রুত আর্থসামাজিক উন্নয়নে উচ্ছ্বসিত প্রশংসা করেন চীনের প্রেসিডেন্ট।
দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪০ বছর পূর্তি উপলক্ষে শি জিনপিং বলেন, এ সময়ের মধ্যে বহুবার উচ্চ পর্যায়ের সফর হয়েছে এবং ভবিষ্যতে আরো হবে।
চীনের সরকারপ্রধানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, বাণিজ্য, অর্থনীতি, যোগাযোগ ও শিক্ষা খাতে দুই দেশের সহায়তা আরো বাড়ানো যেতে পারে এবং বাংলাদেশ থেকে আরো পাটজাত পণ্য নেবেন বলে জানান তিনি।
বিসিআইএম (বাংলাদেশ, চীন, ইন্ডিয়া ও মিয়ানমার) অর্থনৈতিক করিডোর স্থাপনে সক্রিয় ভূমিকা পালনকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন তিনি।
বর্তমান বাণিজ্য ঘাটতি নিরসনের পদক্ষেপ নেওয়ায় শেখ হাসিনা চীনের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। তিনি শিং জিনপিংকে চীনের বাজারে বাংলাদেশি পণ্যের আরো বেশি শুল্কমুক্ত সুবিধা দেওয়ার অনুরোধ করেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সংসদ সদস্য দীপু মনি উপস্থিত ছিলেন।