খাসোগি হত্যায় সৌদি যুবরাজকে দায়ী করেনি সিআইএ : ট্রাম্প

Looks like you've blocked notifications!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করেনি সিআইএ।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাংবাদিকদের ট্রাম্প বলেন, খাসোগি হত্যার নির্দেশদাতা যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এমনও দাবি করেনি। তিনি বলেন, তদন্ত নিয়ে এখনো উপসংহারে আসেননি তাঁরা।

যদিও বৃহস্পতিবার তুরস্কের দৈনিক হুরাইয়াতের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে বলছে, সিআইএর হাতে সৌদি যুবরাজ সালমানের নতুন কল রেকর্ড রয়েছে, যেখানে ছোট ভাই ওয়াশিংটনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত 'খাসোগির কণ্ঠরোধের' নির্দেশ দিয়েছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট গত সপ্তাহে এক প্রতিবেদনে বলেছে, সিআইএ ফোনকলের অডিও রেকর্ড থেকে জানতে পেরেছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভাই খালিদ বিন সালমান খাসোগিকে ফোন করে তুরস্কের সৌদি কনস্যুলেটে আসতে বলেছিলেন। যুবরাজ মোহাম্মদের ছোট ভাই খালিদ অবশ্য পোস্টের ওই দাবিকে নাকচ করে দেন।

এদিকে, খাসোগি হত্যার পর প্রথমবারের মতো ৩০ নভেম্বর আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দিয়ে বিশ্বনেতাদের মুখোমুখি হবেন সৌদি যুবরাজ সালমান।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে বিবাহ-সংক্রান্ত জরুরি কাগজপত্র সংগ্রহ করতে ঢোকার পর সেখানে হত্যাকাণ্ডের শিকার হন যুক্তরাষ্ট্রে নির্বাসন নেওয়া সৌদি সাংবাদিক জামাল খাসোগি।

খাসোগি সৌদি সরকারের, বিশেষ করে ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নীতির কড়া সমালোচনা করে আসছিলেন।