জুমার নামাজের সময় মসজিদে হামলা, নিহত ২৬

Looks like you've blocked notifications!
শুক্রবার আফগানিস্তানের পূর্বাঞ্চলে খোস্ত প্রদেশে একটি সেনা ঘাঁটির মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ২৬ জন নিহত ও ৫০ জন আহত হন। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে খোস্ত প্রদেশে একটি সেনা ঘাঁটির মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ২৬ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। 

গতকাল শুক্রবার প্রদেশের ইসমাইল খেল জেলার একটি সেনা ঘাঁটিতে ওই হামলা হয় বলে  বিবিসিতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

গতকাল জুমার নামাজ পড়তে হাজির হওয়া সেনাদের ওপর ওই হামলা চালানো হয় বলে এক নিরাপত্তা কর্মকর্তা জানান। নিহতদের সবাই নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানিয়েছেন বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন আব্দুল্লাহ।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে তালেবানের পক্ষ থেকে বেশ কিছু বড় বড় হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় কয়েক শ সেনা নিহত হয়েছেন। ধ্বংস হয়েছে বিভিন্ন সেনা ঘাঁটি। এ ছাড়া লুট করা হয়েছে নিরাপত্তা বাহিনীর অস্ত্রশস্ত্র। 

এর মাত্র তিনদিন আগে গত মঙ্গলবার দেশটির রাজধানী কাবুলে আরেক হামলায় ৫৫ আলেম নিহত হন।