‘আইএসের বিরুদ্ধে জিতেছি, এখন ফেরার সময়’

Looks like you've blocked notifications!

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমরা আইএসের (জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট) বিরুদ্ধে জয়ী হয়েছি। আমরা তাদের (আইএস) বাজেভাবে হারিয়েছি। এখন আমাদের সেনাদের ফেরার সময়।’

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় টুইটারে দেওয়া এক ভিডিও বার্তায় বিষয়টি জানান।

ট্রাম্প বলেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে সিরিয়ায় যুদ্ধ করছি।’ তিনি বলেন, ‘আমরা আইএসের বিরুদ্ধে জয়ী হয়েছি।’ ওই যুদ্ধে নিহত মার্কিন সেনাদের স্মরণ করে ট্রাম্প বলেন, তারা দেশের জন্য যুদ্ধ করেছে, এটা অনেক সম্মানের। তবে হৃদয়বিদারকও বটে। এখন আমরা জিতেছি। এখন সময় ফেরার।’

ট্রাম্প বলেন, ‘সেনারা তৈরি। তারা দ্রুতই ফিরবে। তারা আমেরিকান বীর। তারা সারা বিশ্বের বীর। কারণ, তারা আমাদের জন্য যুদ্ধ করেছে। তারা আইএসকে পরাজিত করেছে, যারা বিশ্বকে আঘাত করেছে। আমরা সেনাদের জন্য গর্বিত।’

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে কাজ শুরু হচ্ছে। পরবর্তী পদক্ষেপ কী হবে, তা পরে জানানো হবে।

২০১৪ সালে সিরিয়ায় আইএসের সঙ্গে যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র। তখন দেশটির প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা।