নেপালে শিক্ষার্থীবাহী বাস খাদে, নিহত ২৩
নেপালের পশ্চিমাঞ্চলে স্কুল শিক্ষার্থী ও শিক্ষকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গিরিখাদে পড়ে ২৩ জন নিহত হয়েছে।
রাজধানী কাঠমান্ডু থেকে ৪০০ কিলোমিটার পশ্চিমে রামরি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বাসে থাকা কৃষ্ণা সেন ইছহোক পলিটেকনিক ইনস্টিটিউটের নেপালি শিক্ষার্থী ও প্রশিক্ষকরা পাশের জেলার একটি প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়েছিল। নিহত ছাত্রদের অধিকাংশের বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে। দুর্গম এলাকায় গতকাল শুক্রবার বিকেলের এই দুর্ঘটনায় বাসের চালক ও দুই শিক্ষকও মারা গেছেন।
গাড়িটিতে ৩৭ আরেহী ছিল। এদের মধ্যে ২২ জন ঘটনাস্থলে ও একজন কাছের একটি হাসপাতলে নেওয়ার পর মারা যান। এই ঘটনায় আহত ১৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ কর্মকর্তা বেল বাহাদুর পান্ডে বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে অতিরিক্ত গতিতে গাড়িটি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।’