ভারতে ঘন কুয়াশায় দুর্ঘটনায় নিহত ৮

Looks like you've blocked notifications!

ভারতের হরিয়ানায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১০ জন। ঘন কুয়াশার কারণে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আজ সোমবার হরিয়ানার ঝাঁঝরে রোহতক-রেওয়ারি সড়কে ওই দুর্ঘটনা ঘটে।  

জানা যায়, সোমবার সকালে একটি স্কুলবাস ওই এলাকার একটি ফ্লাইওভার দিয়ে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে ওই স্কুলবাসটির পেছনে একের পর এক এসে ধাক্কা মারে অন্তত ৫০টি গাড়ি। লাইন দিয়ে একের পর এক গাড়ির ধাক্কায় বেশ কয়েকটি গাড়ি ভেঙেচুড়ে দুমড়েমুচড়ে যায়। ফলে একটি গাড়িতে থাকা আটজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মধ্যে ছয়জন নারী রয়েছেন বলে জানা যায়।

ঝাঁঝরের পুলিশ সুপার পঙ্কজ নয়ন জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে একের পর গাড়িতে ধাক্কা লাগার কারণে দুর্ঘটনা ভয়াবহ হয়। ঘটনায় আটজন মারা যান এবং বিভিন্ন গাড়িতে থাকা ১০ জন গুরুতর আহত হন। আহতদের ঝাঁঝরের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘন কুয়াশার কারণেই এ দুর্ঘটনা বলে পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যায়।

এ দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে যান হরিয়ানার কৃষিমন্ত্রী ওমপ্রকাশ ধনকর। হরিয়ানা সরকার এরই মধ্যে নিহতদের পরিবারপিছু দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। আহতদের দেওয়া হবে এক লাখ রুপি।