ভূমধ্যসাগর থেকে ৩৬৭ অভিবাসীকে উদ্ধার

Looks like you've blocked notifications!
ভূমধ্যসাগর থেকে ৩৬৭ অভিবাসীকে উদ্ধার করেছে মরক্কোর নৌবাহিনী। ছবি : এএফপি

ভূমধ্যসাগর থেকে ৩৬৭ অভিবাসীকে উদ্ধার করেছে মরক্কো।  গতকাল বৃহস্পতিবার দেশটির নৌবাহিনী এ উদ্ধার কার্যক্রম চালায়। মরক্কোর সামরিক সূত্র জানায়, উদ্ধার ব্যক্তিদের অধিকাংশই সাব-সাহারার অভিবাসী। তাঁরা স্পেনে যাওয়ার চেষ্টা করছিল বলেও দাবি করা হয়েছে।

আজ শুক্রবার সংবাদ সংস্থা এএফপি এ তথ্য জানায়।

এএফপি জানায়, উদ্ধার করা অভিবাসীদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তাঁরা কয়েকটি ছোট নৌযানে নানা অসুবিধার মধ্যে ছিল। নৌবাহিনীর বিভিন্ন ইউনিট তাদের সকলকে নিরাপদে উদ্ধার করে পার্শ্ববর্তী বন্দরে নিয়ে যায়।

সম্প্রতি মরক্কো সরকারের এক  হিসেব অনুযায়ী, ২০১৮ সালের প্রথম নয় মাসে মরক্কো ৬৮ হাজার অবৈধ অভিবাসীর প্রচেষ্টা থামিয়ে দেয় এবং ১২২ টি  সক্রিয় অপরাধী চক্রের কর্মকান্ড নস্যাৎ করে দেয়।

সাব-সাহারার আফ্রিকা থেকে আসা অভিবাসীদের পাশাপাশি, সাম্প্রতিক মাসগুলোতে ডিঙ্গি নৌকায় করে দেশ ত্যাগের প্রচেষ্টা চালানো মরক্কোর তরুণ নাগরিকদের সংখ্যাও বেড়েছে বলে প্রতিবেদনে বলা হয়।