অভিনেতা কাদের খান আর নেই

Looks like you've blocked notifications!

চলে গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা কাদের খান। গতকাল সোমবার কানাডার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কাদের খানের বয়স হয়েছিল ৮১ বছর।

জানা যায়, কাদের খান দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। ১৭ দিন ধরে কানাডার ওই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শেষ সময়ে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। তবে সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যেতে থাকে তাঁর। অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি তাঁকে।

১৯৩৭ সালের ২২ অক্টোবর আফগানিস্তানের কান্দাহারে জন্ম হয় কাদের খানের। প্রথম জীবনে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন এই অভিনেতা। এরপর ভারতে চলে যান তিনি। ভারতে বাইকুল্লার এম এইচ সাবু সিদ্দিক কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষকতাও করেন তিনি।

১৯৭৩ সালে যশ চোপড়া পরিচালিত এবং  রাজেশ খান্না অভিনীত ‘‌দাগ’ ছবির মাধ্যমে ‌ বলিউডে অভিষেক ঘটে কাদের খানের। তিন শতাধিক ছবিতে অভিনয় করেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘আদালত’, ‘বৈরাগ’, ‘খুন পাসিনা’, ‘ছালিয়া বাবু’, ‘পারভারিশ’, ‘চোর সিপাহি’, ‘সত্তে পে সত্তা’।

অভিনয়ের পাশাপাশি সংলাপ লেখায়ও কাদের খান ছিলেন বেশ দক্ষ। ১৯৭০-৮০-এর দশকে প্রায় ২৫০টি ছবির সংলাপ লিখেছেন তিনি। সেরা সংলাপ, সেরা কমেডিয়ানের জন্য বহুবার ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিলেন এই অভিনেতা।

ব্যক্তিগত জীবনে কাদের খানের তিন ছেলে রয়েছে। তাঁদের মধ্যে একজন কানাডাপ্রবাসী। শেষ জীবনে তিনি ছেলের কাছে থাকতে চেয়েছিলেন। তাই কানাডার নাগরিকত্বও নিয়েছিলেন। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি।