আফগান হাসপাতালে ভুল করে হামলা : যুক্তরাষ্ট্র

Looks like you've blocked notifications!

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজে হাসপাতালে ভুল করে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে হাসপাতালে হামলা চালানোর কথাটিও স্বীকার করে নিল তারা।

আফগানিস্তানে নিয়োজিত আন্তর্জাতিক বাহিনীর মার্কিন কমান্ডার জেনারেল জন ক্যাম্পবেল গত সোমবার বলেছেন, আফগান বাহিনীর অনুরোধে এ হামলা চালানো হয়। তবে ভুলক্রমে হাসপাতালে আঘাত লাগে। যুক্তরাষ্ট্র কখনো ইচ্ছাকৃতভাবে সুরক্ষিত চিকিৎসা স্থাপনাকে লক্ষ্যবস্তু করে না।

মঙ্গলবার হোয়াইট হাউস এক ঘোষণায় জানায়, বিচার বিভাগ এই বিমান হামলার তদন্ত করবে। পেন্টাগন, ন্যাটো ও আমেরিকান-আফগান একটি দলও তদন্ত পরিচালনা করছে।

বিবিসি জানিয়েছে, গত শনিবার কুন্দুজে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা এমএসএফ পরিচালিত একটি হাসপাতালে মার্কিন বাহিনীর হামলায় কমপক্ষে ২২ জন নিহত হন। হাসপাতালটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আফগান সরকার তালেবানের কাছ থেকে এই শহর পুনর্দখলে নিতে লড়াই করছে।

হামলায় বেঁচে যাওয়া একজন বিবিসিকে বলেন, ‘আমি চিকিৎসক ও রোগীদের দগ্ধ হতে দেখেছি।’

এমএসএফ এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে এর স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। এই দাবির পক্ষে সমর্থন আদায়ে তারা টুইটারে প্রচারও চালাচ্ছে।