ফিলিপাইনে বিশেষ কারাগারে আগুন, নিহত ৯
ফিলিপাইনের লেতে দ্বীপের আবুয়েজ শহরে ‘মুন্তিনলুপা’ বলে পরিচিত একটি বিশেষ কারাগারে অগ্নিকাণ্ডে কমপক্ষে নয়জন কারাবন্দি নিহত হয়েছেন। এ ঘটনায় এক কারাবন্দি নিখোঁজ এবং আরো ২৬ জন গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিশেষ কারাগারটির বেশির ভাগ বন্দির মানসিক সমস্যা ছিল বলে জানিয়েছে রয়টার্স।
দেশটির কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স আরো জানায়, নিহতদের মধ্যে বেশির ভাগ কারাবন্দির মানসিক সমস্যা থাকায় তারা বিশেষ কারাগারে বন্দি ছিলেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে দেশটির অবস্থান।
আবুয়েজের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, বিশেষ কারাগারটির ধারণক্ষমতা ছিল ৫০০ জনের। কিন্তু অগ্নিকাণ্ডের সময় সেখানে এক হাজার ২৫৬ জন কয়েদি ছিলেন। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা বলতে পারেননি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওই কর্মকর্তা। তবে এ ঘটনায় তদন্তে একটি কমিটি করা হয়েছে বলে জানান তিনি।