সিরিয়ায় রাশিয়ার দূতাবাসে রকেট হামলা
সিরিয়ার রাজধানী দামেস্কে রাশিয়ান দূতাবাসে রকেট হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে রুশ দূতাবাসের সামনে রাশিয়ার সমর্থনে গণজমায়েতের সময় এই গোলাবর্ষণ করা হয়। তবে এই হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
হামলা সম্পর্কে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে বিদ্রোহীদের দখলকৃত এলাকা থেকে রকেটগুলো ছোড়া হয়েছে। সিরিয়ায় বিদ্রোহী ও ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে রুশ বিমান হামলা শুরু করার প্রায় দুই সপ্তাহের মধ্যে এই ঘটনা ঘটল।
এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দুটি গোলাই দূতাবাস চত্বর থেকে একটু দূরে একটি খোলা জায়গায় এসে পড়ে। রকেটগুলো দূতাবাস ভবনের কোথাও আঘাত করেনি বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।