কাল মুক্তি দেওয়া হবে ভারতীয় পাইলটকে : ইমরান খান

Looks like you've blocked notifications!
পাকিস্তানের হাতে আটক ভারতীয় যুদ্ধবিমানের পাইলট অভিনন্দন বর্ধমান। ছবি : সংগৃহীত

শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে আটক ভারতীয় পাইলট অভিনন্দন বর্ধমানকে আগামীকাল শুক্রবার মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আজ বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টে যৌথ আলোচনায় বিরোধী দলীয় নেতার বক্তব্যের আগে সময় চেয়ে নিয়ে পাক প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ও ভারতীয় এনডিটিভি এ খবর দিয়েছে।

ইমরান খান বলেন, পাকিস্তানিদের শান্তির আকাঙ্ক্ষার প্রকাশস্বরুপ আমি ঘোষণা করছি যে আগামীকাল আমাদের হাতে আটক ভারতীয় পাইলটকে মুক্ত করে দেওয়া হবে।’ একে তিনি মুক্ত আলোচনার পথে প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

এ ঘোষণা পাকিস্তানের সংসদে প্রায় নিরঙ্কুশ সমর্থন পায়।

গতকাল বুধবার পাকিস্তানি বাহিনী দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে এবং সেখানকার একটি বিমানে ছিলেন অভিনন্দন। তাঁকে আটকের পর  ভিডিও প্রকাশ করে পাকিস্তান সরকার।