আফগানিস্তানে তালিবান হামলায় ২৩ সেনা নিহত

Looks like you've blocked notifications!

দক্ষিণ আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের যৌথ সামরিক ঘাঁটিতে তালিবান হামলায় নিরাপত্তাবাহিনীর ২৩ সদস্য নিহত ও আহত হয়েছেন ১৫ জন।

এ হামলায় অংশ নেওয়া ২০ তালিবান সদস্যও নিহত হন। সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

তালিবান এ হামলার দায় স্বীকার করেছে বলেও প্রতিবেদনে জানানো হয়। গতকাল শুক্রবার এই হামলা চালায় তালিবান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গফুর আহমেদ জাওয়াদ হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘হামলা শেষ হয়েছে, ২৩ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন, ১৫ জন আহত হয়েছেন। এ ছাড়া ২০ হামলাকারীও নিহত হয়েছে।’

আফগানিস্তানের সামরিক ঘাঁটিগুলোর মধ্যে সবচেয়ে বড় শোরাব এলাকার এই যৌথ সামরিক ঘাঁটি।

কর্মকর্তারা জানান, এই সামরিক ঘাঁটি ধ্বংস করার জন্য গত ৪৮ ঘণ্টায় তৃতীয়বারের মতো চেষ্টা চালাল তালিবান।