আমি সন্ত্রাসবাদ খতম করতে চাই : মোদি

Looks like you've blocked notifications!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘ওরা আমাকে খতম করতে চায়, কিন্ত আমি চাই সন্ত্রাসবাদকে খতম করতে।’ আজ রোববার ভারতের বিহারের গান্ধী ময়দানে আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।

জনসভায় মোদি বলেন, ‘ভারতের বিরোধিরা যতই আমার বিরুদ্ধে কুৎসা ছড়াক, আমি জানি জবাব কীভাবে দিতে হয়।’ তিনি পাকিস্তানকে আক্রমণ করে বলেন, ‘পাকিস্তান সন্ত্রাসবাদের আঁতুড়ঘর। তাই ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেওয়া হবে। ভারত জানে কখন কোথায় কীভাবে জবাব দিতে হয়।’

মোদি এদিন বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, ‘দেশের বিরোধীরা আজ যে ভাষায় কথা বলছে, তাতে শত্রুপক্ষের মুখ উজ্জ্বল হচ্ছে। পাকিস্তানের সংবাদমাধ্যমে এখানকার নেতাদের নিয়ে প্রশংসা হচ্ছে।’

মোদি বলেন, ‘এর আগেও সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছিল। এবার এয়ার স্ট্রাইক নিয়েও প্রশ্ন তুলছে। ভারতের জওয়ানদের মনোবল ভাঙার চেষ্টা করছে।’

এদিন ফের মোদি নিজেকে দেশের চৌকিদার বলে দাবি করে বলেন, ‘ভারতের অভ্যন্তরে এবং ভারতের বাইরেও সদা সতর্ক এই চৌকিদার।’

মোদি গত চার বছরে নিজ সরকারের সাফল্য তুলে ধরে বলেন, ‘মহাজোট ক্ষমতায় থাকলে ভারতের এই উন্নয়ন হতো না।’ মহাজোটের নেতারা নিজেদের বিকাশ করতেই ব্যস্ত, নিজেদের স্বার্থ দেখতেই ব্যস্ত বলেও অভিযোগ করেন তিনি।