সীমান্তে নজরদারি বাড়াতে অত্যাধুনিক প্রযুক্তির দ্বারস্থ ভারত

Looks like you've blocked notifications!

বাংলাদেশ সীমান্তে নজরদারি ও নিরাপত্তা জোরদারের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে ভারত।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ইস্টার্ন কমান্ডের প্রধান হেমন্ত কুমার কোহিয়া জানান, কম্প্রিহেনসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম, লেজার ওয়াল, সেন্সর, ক্লোজ সার্কিট টিভি, হাই পাওয়ার ক্যামেরা দিয়ে বাংলাদেশ সীমান্তকে মুড়ে দেওয়া হবে।

‘অত্যাধুনিক এসব প্রযুক্তির মাধ্যমে যেকোনো আবহাওয়ায় নজরদারি চালানো সম্ভব হবে। অতিবৃষ্টি, ঘন কুয়াশা কিংবা ধূলিঝড়ে নজরদারির ক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। এর মাধ্যমে অদৃশ্যভাবে নদীপথ, স্থলপথ ও অকাশপথেও নজরদারি চলবে,’ বলেন হেমন্ত কুমার।

প্রাথমিকভাবে আসাম ও ত্রিপুরা অঞ্চলের ভারত-বাংলাদেশ সীমান্তকে এ  প্রযুক্তির আওতায় আনা হবে বলে জানান বিএসএফ কর্মকর্তা।  এর ফলে অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।

পাকিস্তান ও চীন সীমান্তের পর বাংলাদেশ সীমান্তে উন্নত এ প্রযুক্তি ব্যবস্থা চালু করতে যাচ্ছে ভারত।