বাংলাদেশ সীমান্তে ডিজিটাল নজরদারি করবে ভারত

Looks like you've blocked notifications!
বাংলাদেশ সীমান্তে ভারতের বিএসএফের নজরদারি। ছবি : সংগৃহীত

বাংলাদেশসংলগ্ন আসাম সীমান্তে ডিজিটাল বা ইলেকট্রনিক নজরদারি শুরু করার কথা জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার থেকে এ নজরদারি প্রক্রিয়ার উদ্বোধন হবে।

এ ‘স্মার্ট-ফেন্স’ প্রকল্পের উদ্বোধন করবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ এবং অস্ত্র, গোলাবারুদ, মাদক আর গরুর চোরাচালান বন্ধে এমন নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এ নজরদারি ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘স্মার্ট ফেন্স।’

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমানার ৬১ কিলোমিটারজুড়ে এ বেড়া দেওয়া হয়েছে। আসাম সীমান্ত দিয়ে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে প্রবেশ করেছে। তাই সীমান্তসংলগ্ন নদী ও চরাঞ্চলের চোরাচালান বন্ধে এমন ইলেকট্রনিক বেড়া তৈরি করেছে দেশটি।